টর্চ লাইট সহ রিচার্জেবল পকেট ফ্যানের দাম

টর্চ লাইট সহ রিচার্জেবল পকেট ফ্যানের দাম ২০২৪

এই তীব্র গরমের মধ্যে বাইরে গেলে সাথে যদি একটি পকেট ফ্যান থাকে তাহলে কতই না ভালো হয়। আপনি যদি এমন একটি পকেট ফ্যান খুজে থাকেন সাথে এলইডি লাইট, তাহলে এই পোস্টটি আপনার জন্য। এখানে আমরা আপনার গরমের অবসান দূর করে রিলাক্স করে দিতে পকেট ফ্যানের তালিকা এবং মূল্য উল্লেখ করছি। সেই সাথে অনলাইনে পকেট ফ্যান অর্ডার করার জন্য বিস্তারিত গাইডলাইন তো আছেই।

পকেট ফ্যানের সুবিধাঃ

নামের মধ্যেই অনেকটা অর্থ লুকিয়ে আছে। পকেট ফ্যান বলতেই যে ফ্যানটি পকেটে নিয়ে ঘুরাফেরা করা যায় সেটিই বুঝায়। অর্থাৎ ছোট সাইজের ফ্যান। কেননা অনেকের পকেট থাকে না, বিশেষ করে মেয়েদের। তাহলে কি মেয়েরা পকেট ফ্যান কিনতে পারবে না? অবশ্যই পারবে। পকেট ফ্যান আকৃতিতে ছোট হওয়ায় সহজেই যেকোন স্থানে নিয়ে যাওয়া যায়। এই ফ্যানটিটে আছে টর্চ লাইট এবং স্ট্রং ব্যাটারি। তাই একবার চার্জ দিতে দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন।

পকেট ফ্যানের দামঃ

এবার আসি পকেট ফ্যানের দাম প্রসঙ্গে। এই ফ্যানগুলোর দাম অনেক কম। অনেক কম বলতে তুলনামূলক কম। বাজারের অন্যান্য ফ্যানের তুলনায় খুব কম মূল্যেই এসব রিচার্জেবল পকেট ফ্যান ক্রয় করতে পারবেন। তবে, অফলাইনে অর্থাৎ আপনার অবস্থান অনুযায়ী দামে কিছুটা ভিন্ন হতে পারে। এছাড়াও সব স্থানে এসব ফ্যান পাওয়া নাও যেতে পারে। তবে চিন্তার কোন কারন নেই। আপনি চাইলে অনলাইন থেকেই পকেট ফ্যান লাইট সহ অর্ডার করতে পারেবন। ভালো মানের পকেট ফ্যান (টর্চ লাইট সহ) ২৫০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

রিচার্জেবল পকেট ফ্যান টর্চ লাইট সহ মূল্যঃ

এখানে আমরা একটি আকর্ষনীয় রিচার্জেবল পকেট ফ্যান নিয়ে আলোচনা করছি। যেটি আপনি দোকানের পাশাপাশি অনলাইন থেকেও অর্ডার করতে পারবেন সহজেই। এই ফ্যানটির মূল্য ৩৪৯ টাকা মাত্র। আপনি পোস্টটি কবে পড়ছেন সেটার ওপর নির্ভর করে দাম কিছুটা কম বেশি হতে পারে। ফ্যানটির বিস্তারিত তথ্য-

  • মডেল: SD-69
  • ইনপুট কারেন্ট: 500mA/DC5V
  • উপাদান: TPU, ABS, PC
  • ব্যাটারির ধরন: লিথিয়াম ব্যাটারি
  • ব্যাটারির ক্ষমতা: 1200mAh
  • সাইজ: 41*34*130 মিলিমিটার
  • চার্জং পিরিয়ড: 3-5 ঘন্টা
  • চার্জিং ভোল্টেজ: 5V
  • ওজন: 110 গ্রাম
টর্চ লাইট সহ রিচার্জেবল পকেট ফ্যানের দাম
আপনি চাইলে এই পকেট ফ্যানটি অনলাইনে কিনতে পারেন। অনলাইনে কিনতে আপনি আরো অফার কিংবা ডিসকাউন্ট পেতে পারেন। দারাজে ফ্যানটি অর্ডার করতে ভিজিট করুন এই লিংকে। এছাড়াও আরো বেশ কিছু পকেট ফ্যান আছে যেগুলোর মূল্য তালিকা এই পোষ্টের শেষে দেওয়া আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *